ভুলে গেছে হৃদয়পাঠ

গর্জন গাছের মতো প্রেম শপথে উচ্চকিত

তবুও ভেঙে যায় – ভেসে যায় সামান্য খড়

উড়ে যায় শিমুলের বিষণ্ন তুলো ধুলো অঙ্গে নিয়ে।

কেন ভাঙে হৃদয়ের পবিত্র বন্দনা 

কেন ফুলের শরীর থেকে ঝরে পুতিগন্ধ রক্ত?

মানুষ হেঁটে যেতে পারে না মানুষের দুয়ারে

পথে পথে খানাখন্দ, বুকে বুকে বাঙ্কার আততায়ীর অস্ত্র তাক!

মা পায়রা পুষতেন, ছোট খোপ থেকে পায়রার ওড়াউড়ি –

আহা! পালকের ছায়ায় কী শীতল ঘরের চালা

এখন আস্ত একটি আকাশ নিয়ে ঘুরি

কোথাও সামান্য একটি পালকের চিহ্নমাত্র নেই।

রাতের পেটে দেখা যায় জলসাঘরে আলোর নগ্ন নাচ

ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দেখায় মুদ্রার বীভৎস দাঁত

তারা কারা? ভুলে গেছে মানবিক অক্ষর, হৃদয়পাঠ?