ভুল হয়ে যাচ্ছে

দিলীপ কির্ত্তুনিয়া

 

খুব সহজে কাছে পাওয়াটাই ভুল।

যন্ত্রণা, চেষ্টা এসব যদি না থাকে তো ভুল।

ভুল অ-কষ্টের ভেতর – বিনা শ্রমে পাওয়ার ভেতর

ভুল পাথরসমান – ছোট-বড় ভুল।

 

কামনা আর কাম্য বস্ত্ততে দূরত্ব স্বাভাবিক

দুইটি দিবসের মধ্যে রাতের পারাপার

এক পারে আমি – অন্য পারে তুমি

মাঝখানে নদীর সাঁতার।

 

অথচ এখন হয়েছে কী –

চাওয়া-পাওয়ার দূরত্ব কমতে কমতে

সময় রাস্তাটার দূরত্ব কমতে কমতে

শূন্যতার কাছাকাছি এসে যাচ্ছে

আর কেবলই ভুল হয়ে যাচ্ছে

ভুল।