মিথ্যেদিনের ছবি

নদী এখন নদীর মতো নেই

স্বচ্ছ জলে যায় না দেখা মুখ

পদ্মপাতায় সাপ! ভারি উন্মুখ –

ভালোবাসায় সে এক অভিশাপ

গোলাপ নেবো? তাতেও কাঁটা

           নয় তো সে নিষ্পাপ;

তাহলে এক মেঘভাঙা রোদ্দুর

আসবে বলে জানলা খুলে রাখি

আলোয়-ছায়ায় মিথ্যে আঁকিবুকি

তার আড়ালে তোমারি মুখ দেখি –

অনন্য এক মধুর ছবি আঁকি;

জানি আমি মিথ্যে এসব – অশান্ত ভৈরবী

ভোরের বেলা উঠলো ফুটে মিথ্যেদিনের ছবি ॥