মৃত্যু-ইচ্ছা 

প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছো বহুদিন আগে –

কখন শেষ তুমি নিজকে নিজেকে ফেরত দিয়েছিলে?

প্রেম একটা মৃত্যু-ইচ্ছা দুজনের মাঝে, যাঁদের প্রেমে বিশ্বাস সুদৃঢ়।

তোমাকে ভালোবাসার অর্থ প্রতিদিন বিলীন হয়ে যাওয়া।

তোমাকে ছেড়ে যাওয়ার অর্থ অবিলম্বে মরে যাওয়া।

আমি যখন ছোট, পরীক্ষা করতাম কতক্ষণ শ্বাসরোধ করে থাকা যায়।

প্রতিরোধ একসময় অস্ত্র হয়ে উঠলো।

প্রতিটি অধিকার আমার গর্ব ও অহংকার।

মধ্যরাতের প্রতিটি আঘাত নিয়ে আসে এর হারানো চটিজুতো।

আমি অপেক্ষায় আছি সেই দৈবের যে আমার শ্বাস ফিরিয়ে দেবে।

প্রেম একটা মৃত্যু-ইচ্ছা তুমি এবং প্রত্যাবৃত্ত তোমার মধ্যে।

তাঁর ভালোবাসা মনে হয় ঈশ্বরের বিরক্তির মতো।

আমি একটা উপহারের উপযুক্ত হই শাস্তির মুখবন্ধ হিসেবে।

প্রেম একটা ধাপ্পা বিদায় এবং চিরদিনের মধ্যে।

তুমি নিজেকে একটা জুয়া খেলায় সমর্পণ কর,

রুদ্ধশ্বাস বুকে হাতুড়ির মতো চাপ দেয়,

বরফের মতো কঠিন তাঁর ছোঁয়ার অন্তর্ভেদী ক্ষমতা,

গলে যায় তুচ্ছতায়, যেটা আর চেনা যায় না।

প্রেম একটা মৃত্যু-ইচ্ছা, রক্ত দিয়ে পরিশোধ করতে হয়।

শুধু তোমার জন্য …