(সুমনা ইসলামকে)

যুদ্ধক্ষেত্রে যাব না আমি

কিন্তু তোমার পায়ের কাছেই শহিদ হব।

দেখো ডান পাশে ডান পা

দেখো বাঁ পাশে বাঁ পা

একখানে ধড় একখানে মুণ্ডু

ছত্রখান হয়ে আছে মাংস

ছত্রখান হয়ে আছে হাড়গোড়

রক্তাক্ত হৃদ্পিণ্ড শুধু কথা বলে …

যদি বুঝে থাকো সেই ভাষা

যদি দাও শহিদের মর্যাদা

আর অর্পিত ফুলের সাথে হৃদয়ের রং

সমাধির প্রয়োজন নেই বন্ধু আমার

তুমিই হবে আমার সমাধি।