স্বপ্নের ভেনিস

জলে জলে জলময়, সূর্যালোকে শুয়ে থাকে ভেনিস নগরী

জলকন্যা অপ্সরী কি? উঠেছিল কোনোদিন সাগর মন্থনে

এমন সুন্দরী নারী? দিকে দিকে ফুলরেণু স্বর্ণময়ী তরী

ভেসে যায় অনায়াস, সারিবদ্ধ মানুষের অপরূপ ধনে

কিভাবে এ-অধিকার, যেন তারা কোনোদিন আগুনের আঁচে

করেনি শরীর স্নিগ্ধ, যেন খুব শীতলতা ও জলসিঞ্চনে

বাগানে গোলাপচারা যা যেন হবে না দগ্ধ, পুরোনো গ্যারেজে

মোটরবোটের সারি সাংকেতিক খুব শান্ত, গোলাপের বনে

নাচে সাগরের জল, রোদ্দুরে ঝলমল করে ভেনিস আমার

মায়ের আহ্লাদী মেয়ে, বড়ো যত্ন করে তোকে বড়ো যত্নে স্নেহে

রেখেছি আঙিনা জুড়ে যাতে ওই লালমুখো কোনোদিন আর

ফেলে না করাল ছায়া, রাত্রিতে মশারিমধ্যে ভেনিস সন্দেহে

কেন এ তুষার বহ্নি, আগ্নেয়গিরির লাভা, ধাতুময় সিসে

স্বপ্নে প্রতিদিন কেন অগ্নিশিখা সাধের ভেনিসে!