কী কী থাকে ঠোঁটস্থ?
তোমার আনন
কুশল কথা
চলানন্দন
চোখের ভিতর নদীকান্ত।
কিন্তু আমি যাচ্ছি ভুলে
যখন আবার দেখছি :
বেশি মাত্রায় শহরিকা,
বসনপ্রভা লোকরঞ্জন,
এলোমেলো ভ্রামণিকা,
অস্থিরতার প্রতিনিধি।
নতুন পাঠ করতে গিয়ে
ছাইদীপ্তি ঠোঁটের কাহন,
চর্চানিধি ভ্রষ্ট।
ঘটক সময় প্রতিযোগে,
কষ্টরেখা বহুরূপী।
ভেবেছিলাম
আটপৌরে সঙ্গবিধি,
সান্ধ্যকুপি জ¦ালবে।
কোন বৃত্তে চলে গেছ
আকাশ-পাতাল দৌড়ে?
রৌদ্রালোকে
তা হলে কি
মায়া ছিল প্রপঞ্চ,
সবই ছিল রূপকথা,
গ্রামতরুণের চোখস্থ?
Leave a Reply
You must be logged in to post a comment.