অখিলবন্ধুর গান শুনে

অখিলবন্ধুর মতো গীতলতা ঝোপের আড়ালে

থাকে দীর্ঘদিন

কাঠুরিয়া আর করাতিরা মল্লযুদ্ধ শেষে

খোরাকির দানাপানি ঝাঁকা ভর্তি করে চলে গেলে

থকথকে কাদায় লেগে থাকে

এবড়োখেবড়ো নকশায়

ওদের করুণ জীবনের চিত্র

রাজসিক নীরবতা ও গাম্ভীর্য করে অবতরণ বিরক্ত

পড়শিজনের পরিপাশে –

ওরা হাঁপ ছেড়ে বাঁচে

ধীরে শ্রুতির পরমানন্দ হয়ে

ভেসে আসে

অখিলবন্ধুর স্বর্ণকণ্ঠ

আড়ালের পর্দা সরিয়ে সুর ঝরাতে-ঝরাতে …