কার নাম হয়ে যায় লেখা

পরবাসে বাস করে জুয়াড়ির মতো ফেরো তুমি শূন্যহাত

নিয়ম মান্যের ঘরে অনিয়মে বসে আছে তোমার ওই মন

জনারণ্যে অনায়াসে নগ্নদেহে হেঁটে চলে সন্ন্যাসী যেমন

তুমি ও তোমার মনে রাতদিন বেড়ে চলে কেবলই সংঘাত।

কোন সে-সুদূর দেশে আলো ফেলে আমি তার খুঁজি পথরেখা

স্বর্ণমুদ্রার হাটখানি লিজ নিয়ে বসে আছে রাত্রির আকাশ

রমণী আসে না আসে মেয়েলোক নারী আর পথভুলো হাঁস

কার নাম করে করে ভ্রম হয়, কার নাম হয়ে যায় লেখা।

এলে তুমি কাদাজলে পার হয়ে জীবনের দুরন্ত হালট

রাত্রির কৌমার্য ভেঙে আলতা জলে লাল হয় ভোরের কুমার

কে কাকে বোঝায় বলো কার জিত কার হলো জনমের হার

ভালোবাসায় কাঠ হতে থাকে ফের কুমারীর বৈধব্য-ঠোঁট।