ঢেউয়েরা কানে কানে কী যেন বলছে

বটগাছ উড়ে গিয়ে মাঝনদীতে শেকড়

গেড়ে বসলো, বটফল যেন প্রজাপতি …    

জলচৌকি পায়ে হেঁটে এসে

গাছের নিচে থামলো

একতারা হাতে ভেসে ওঠে, সাঁইজি

জলচৌকির ’পর বসলেন, ধরলেন গান … 

মঞ্চ থেকে তেড়ে-আসা উচ্ছ্বাসের

ঝাঁজে গানের সুর পুড়ে মরলো 

তিনি ইশারায় ডাকলেন, রাজঘাটে

ভিড়লো সোনার ভেলা

ভেলায় উঠতে গিয়ে পা পিছলে

জলে পড়ে গেলাম … 

রাজঘাটের নামফলক অজগরের মতো

পেঁচিয়ে ধরলো, কষ্টে মাথা

তুলে দেখি,

হাততালিতে কেঁপে উঠছে মঞ্চ আর

তীরে পায়চারি করছে লাল ফিতে মাথায়

বাঁধা অচেনা বাউলের দল …