দামিনী

আমার সুতির শাড়ি, সিদ্ধ ভাত স্বীকৃতি না ফেরত দাও

ওই ফর্সা মেয়ের ধবধবে ফুল খুইয়ে গেছে – মিলিয়ে

                                                    দাও।

শাপলা-শালুক ফুলদানিতে চোখের সতেজ

সবুজ-ভাব, ভাল্ লাগে না-ভাসিয়ে দাও।

জন্ম-মাখা জীবন-বচন পায়রা পোষা মার্জারিকা

বিছিয়ে আছে চিরন্তন – মিথ্যা দাও।

আমার সুতির শাড়ি, সিদ্ধ ভাত বুনন গাথায় রাংতা কম

ঝোপ-জঙ্গলে লুকিয়ে রাখি – ফেরত দাও।

বর্ষা মেয়ের বাদল চুলে কদম সুবাস কাব্যকলা

কবির বয়ান শুদ্ধ প্রণয় ক্রম লয় – মোক্ষ দাও।

দৃশ্যভেজা গনগনে লাল একলা উঁচু সটান সিঁথি

খুব ভালো খুব ভালোই আছে প্রাণ দিও না, সয় না আর।

আমার সিদ্ধ ভাত আর সুতির শাড়ি

শীতল পাটির ছন্দ বুনন বিছিয়ে আছে চিরন্তন।