ভাষা : রৌদ্রদিনের সংস্কৃতি 

ভাষা মানে সভ্যতার সংবিধান 

ভাষা মানে রাষ্ট্রচিন্তা 

ভাষা মানে মুক্তির সনদ

ভাষা মানে রৌদ্রদিনের সংস্কৃতি 

ভাষা মানে প্রফুল্ল দুপুর 

ভাষা মানে হলুদ বিকেল 

স্নিগ্ধ রোদের কোলাহল 

ভাষা মানে সন্ধের তুলসীতলা – ভোরের আজান

ভাষা মানে ভালোবাসার নিবিড় আলোপড়া –

                  গভীর গোপন তীব্র মুখর মুগ্ধতা 

ভাষা মানে লাবণ্য-কবিতা 

ভাষা মানে বধ্যভূমির করুণ হাওয়া 

ভাষা মানে শহিদ মিনার 

ভাষা মানে খালি পা, দীর্ঘ প্রভাতফেরি;

ভাষা মানে রবীন্দ্র-বিদ্রোহী নজরুল 

ভাষা মানে বঙ্গবন্ধুর তর্জনী 

ভাষা মানে না বলা কথার 

                 অনিঃশেষ অনুবাদ 

বাংলাভাষা মানে বাংলাদেশ।