শিরোনামহীন

বিগত শতাব্দীর সত্তরের দশকে এদেশের চিত্রকলা অঙ্গনের অগ্রগণ্য শিল্পীদের অন্যতম মাহবুবুল আমিন। ওই কালপর্বে বাংলাদেশ দেখেছে স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিন, মুক্তিযুদ্ধ, যুদ্ধ-পরবর্তী দুর্দশা-হতাশা-নৃশংসতা এবং আশায় বুক বেঁধে চলা একটি জাতিকে। এই সব বিষয়ই ছাপ রেখে গেছে তাঁর ক্যানভাসে। পাশাপাশি গ্রামবাংলার সরলতা এবং শহুরে জীবনের জটিলতাও চোখ এড়ায়নি তাঁর।

পেইন্টিংয়ে সিদ্ধহস্ত এই শিল্পী অন্যান্য মাধ্যমেও কাজ করেছেন। শুধু নিজের আঁকাজোখাই নয়, নবীনদেরও শিল্পশিক্ষার পথনির্দেশক ছিলেন তিনি। ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রকলা বিভাগে শিক্ষকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।

তাঁর জন্ম ১৯৪৮ সালে ময়মনসিংহে। সেখানেই কেটেছে শৈশব-কৈশোর। উচ্চ শিক্ষার জন্য চলে আসেন ঢাকায়। ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেন।

দেশ-বিদেশে অসংখ্য একক ও যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তিনি। অর্জন করেছেন অনেক পুরস্কার ও সম্মাননা।

প্রচ্ছদের ছবিটি ১৯৯৯ সালে অ্যাক্রিলিকে আঁকা।

সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।