সূর্যাস্তের রক্তরাগ

কী করে বলি ব্যর্থ জীবন

জন্মেই পেয়েছি মাতার স্নিগ্ধ স্তন্য

দু’চোখে দেখেছি শ্যাম সমারোহ

চারিদিকে জনারণ্য।

গ্রীষ্মে পেয়েছি সুশীতল ছায়া

শ্রাবণে পেয়েছি বৃষ্টি

যৌবনে দেখেছি প্রেয়সীর মুখ

গীতি-সুধাময় দৃষ্টি।

আজকে যখন রক্ত ভাটায় নিঃস্ব

তখনো দেখি, কী গভীর প্রেমে সজ্জিত এই বিশ্ব।

জোয়ারের শেষে তাই তোমার আমার সন্ধি

বয়েস খাঁচায় আমরা হবো না বন্দি।

সৃষ্টির মহা-আনন্দের সেতু দিয়ে

অঙ্গবিহীন গভীর আলিঙ্গনে

মিলিত হলাম আমরা দু’জন

হাসেতো হাসুক বিশ্ব

ছিন্ন হবো না আমরা দু’জন

কখনো হবো না নিঃস্ব।