পৃষ্ঠার ধূলি এখন হীরক দানা

এখন তুমি ছেঁড়া পৃষ্ঠার উজ্জ্বল অক্ষর

উঠোনে রোদের ছায়া

গ্যালারিতে সাঁটানো নীল কাপড়

ঘরের দেয়ালে ঝুলে থাকা ভাঙা ভায়োলিন

অন্ধকারে গাছের তলায় তুমি দেখেছিলে একখণ্ড হেম

ভুল তর্জমায় গল্পের পৃষ্ঠায় ধূলি মেখে 

স্বপ্নিল নৌকোয় উঠে খুঁজে নিলে আকাশ ও জলের

                                               সীমানা

অতঃপর হঠাৎ একদিন দেখি

তুমি বসে আছ শূন্যতায় ঘেরা ভাঙা নৌকোর গলুইয়ে

কোনো সোনার সুতোয় বোনা কাঁথা নেই ।

অথচ দেখ পৃষ্ঠার ধূলি এখন হিরক দানা

ভাদরের পূর্ণিমায় নীল কাপড় ছড়ায় বিষাদ।