সোহরাব পাশা
-
আমাদের বাড়ি
সোহরাব পাশা গভীর মেঘের সূক্ষ্ম ভাষা ছিল রাত্রির বৈশাখে নদীর মাতাল ঢেউ ভাঙে জলের কবিতা হাসির শেকড়, আমি অন্য কেউ ভেবে এক ফোঁটা অন্ধকার ঢেলে ছিলে চোখে কখনো ভাবোনি প্রজাপতি ভোর দেখেনি শৈশব আমাদের দেখেনি বিকেল আলোকলতায় ঝিরঝির বৃষ্টির চুম্বন, রাত পোহানোর নামতা পড়েই আরেক সন্ধের পাতা ছুঁয়েছে আঙুল; দূরের প্রান্তরে ঘুরে ঘুরে ছুঁয়ে গেছে…
-
অন্য এক ভোরে ফুল ফোটে
অবেলায় কিছু ছেঁড়া গান ভেসে আসে ফেরে না স্বপ্নময় সময় বিনিদ্র রাত্রি বসিয়ে রাখে জানালায় অন্ধকারে তোমার বিষাদ ওড়ে, হাসি ঝরে পড়ে; দীর্ঘকাল আগে কোনো কবি কী এমন বিহবল বেদনায় শুনেছিল বাতাসের ধ্রম্নপদী সংগীত নৈঃশব্দ্যের হাসি শূন্যতার দীর্ঘ ভিড়ে, তারে ফিরে দেখার উপায় নেই তো একটিবার সময় যখন কুয়াশার; বাসনার মৃত্যুর আগেই সকলেই ফিরে যায়,…