ডুবিল আসমানের তারা চান্দে না যায় দেখা।
সোনালী চান্নির রহিত আবে পড়ল ঢাকা॥
– মৈমনসিংহ গীতিকা
সখী, সখী আমার
মরিবে সে, মরিবে নিশ্চয় জানি;
জানি না কোন ঘোরে যে
উঠিল এমন তুমুল ঝড়
চাঁদ-তারা ডুবিল ঘন মেঘের ভিতর,
ভাঙিল ঘর আর ছাড়িল শখের সংসার
সন্তান আর বন্ধু ছিল যত।
এখন নিঃসঙ্গ পথে পথে
এই ভেবে দিনে-রাতে
আক্ষেপে কেটে যায় বেলা তার –
গভীর কাদাজলে ডুবেও কেন সে পদ্ম পেল না।